
Oplus_131072
ক্ষুদিরাম : দীর্ঘ দুই যুগের পর ভোটের মাধ্যমে পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইমরুল কায়েস কাব্য। একই সঙ্গে ৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) দিনব্যাপী এডওয়ার্ড কলেজ মাঠে শাখা ছাত্রদলের কাউন্সিল শেষে সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
সভাপতি হিসেবে রাকিবুল ইসলাম রাকিব ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম ২৩৫ ভোট পেয়েছেন। এছাড়াও এই পদে সানোয়ার হোসেন ২০৪ এবং ইমরান হোসেন ২৭ ভোট।
সাধারণ সম্পাদক হিসেবে ইমরুল কায়েস কাব্য ৩৯২ ভোট ভোট পেয়ে নির্বাচিত হন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান শ্রাবণ পেয়েছেন ৩৭৫ ভোট। এছাড়াও এই পদে বায়োজিদ ইসলাম রিমন ১৮৯ ভোট, ওলি আহমেদ ১০০ ভোট, রাকিব হাসান ৭০ ভোট, মোহাইমিনুর রহমান সাজিদ ৬৯ ভোট, সাইফুল ইসলাম সাইফ ৬৫ ভোট, সাইফ হাসান শিশির ৪৭ ভোট এবং মিজানুর রহমান মিঠু ১৭ ভোট।
পরে শরিফুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, সানোয়ার হোসেনকে সহ-সভাপতি, মাহফুজুর রহমান শ্রাবণকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বায়োজিদ ইসলাম রিমনকে সাংগঠনিক সম্পাদক পদে ৬ সদস্যের কমিটি অনুমোদন দেন জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স।
এর আগে সকাল থেকেই সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অস্থায়ী ৫টি বুথে ভোট দেন শিক্ষার্থী নারী-পুরুষ ভোটাররা। চলে বিকেল চারটা পর্যন্ত। সম্মেলনকে সামনে রেখে ২ হাজার ২০০টি ফরম বিতরণ করা হয়। তার মধ্যে থেকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছিল ২ হাজার ২ জনকে। আর ভোট পড়েছে ১ হাজার ৩৩১টি।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স।
সর্বশেষ ২০০২ সালে সরকারি পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।