
মোবাইলে কথা বলা নিয়ে বাক বিতণ্ডার জেরে পাবনার সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ খাঁ সহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবর খাঁর অনুসারী আশিক মোবাইল ফোনে একটি মেয়ের সাথে গতকাল মঙ্গলবার কথা বলেন। এ কারণে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ খাঁর ভাতিজা ও তার অনুসারীরা তার ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে। পরে তাদের উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যায়।
আজ দুপুরে আশিককে আবার ডেকে পাঠায় কাউসার। তখন তিনি তার চাচাতো ভাই ছাত্রদল নেতা সবুজকে ডেকে নিয়ে যান কাউসারের কাছে। সিনেমা হলের সামনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হাতা ঠিক হয়। এ সময় সবুজকে ছুরিকাঘাত করা হয়। পরে খবর পেয়ে সবুজের অভিভাবক মজিবর খা গ্রুপের বিএনপি নেতারা এসে কাউসারদের উপরে হামলা চালায়।
এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ শুরু হলে সংঘর্ষ বাঁধে। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ খাঁ সহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। তাদের পাবনা জেনারেল হাসপাতাল ও সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।