
পাবনা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে পাবনায় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি পাবনা জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি পদে খন্দকার মবিদুর রহমান সেতু ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার রাতে পাবনা শহরের রায়বাহাদুর গেট এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩ বছর মেয়াদে সভাপতি খন্দকার মবিদুর রহমান সেতু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। এসময় সমিতির সকল উপজেলার ভূমি অফিসার্সগণ উপস্থিত ছিলেন। নির্বাচিত হওয়ার পরপরই বিভিন্ন মহল থেকে তারা ফুলেল শুভেচছায় সিক্ত হন। নির্বাচিত কমিটি আগামী দিনে ভূমি সেক্টরে মানুষের হয়রানি কমিয়ে সেবার মান বৃদ্ধি করবেন বলে পাবনাবাসীর প্রত্যাশা।
জেলা ভূমি অফিসার কল্যাণ সমিতির সভাপতি খন্দকার মবিদুর রহমান সেতু ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নির্বাচিত হওয়ায় পাবনা শহরের খেয়াঘাট আবাসিক এলাকার খন্দকার টাওয়ার মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ একেএম আবুল কালাম আজাদ ও সেক্রেটারি সাংবাদিক আবুল কালাম আজাদ অভিনন্দন জানিয়েছেন।