
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার চরতারাপুর পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু কাটার অভিযোগে মজিদ মন্ডল(৫৫) ও তার ছেলে সাইদুল মন্ডল(৩২)কে একমাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি সদর) মুরাদ হোসেন গতকাল সোমবার এই রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর গ্রামের সৈয়দ মন্ডলের ছেলে মজিদ মন্ডল ও মজিদ মন্ডলের ছেলে সাইফুল মন্ডল।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু কাটা রোধে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের নির্দেশে সহকারী কমিশনার( ভূমি সদর ) মুরাদ হোসেনের নেতৃত্বে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর উপজেলার চরতারাপুর এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু কাটার সময় মজিদ মন্ডল ও তার ছেলে সাইদুলকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন নদী থেকে অবৈধভাবে বালু কাটার দায়ে তাদের প্রত্যেককে একমাসের কারাদন্ডের আদেশ দেন।
পরে তাদের উত্তোলিত বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
এসময় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ, সহকারী কমিশনার ( ভূমি সুজানগর ) মেহেদী হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার মুরাদ হোসেন জানান, ফসলী জমির ভাঙ্গন ঠেকাতে নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন রোধে জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এজন্য তাদের অভিযান অব্যাহত থাকবে।