
৫ এপ্রিল ২০২৫ | রানারনিউজ২৪ প্রতিবেদক :ফুটবল দুনিয়ায় এক ক্লাবের প্রতি দীর্ঘ সময়ের নিষ্ঠা এবং ভালোবাসার বিরল উদাহরণ হয়ে থাকবেন টমাস মুলার। জার্মান ফরোয়ার্ডটি অবশেষে ঘোষণা দিয়েছেন, চলতি ২০২৪-২৫ মৌসুম শেষে বিদায় জানাচ্ছেন বায়ার্ন মিউনিখকে। ক্লাবটির সঙ্গে তার পথচলা শুরু হয়েছিল ২০০০ সালে, যখন মাত্র ১০ বছর বয়সে তিনি বায়ার্ন একাডেমিতে যোগ দিয়েছিলেন। এরপর দীর্ঘ ২৫ বছর ক্লাবটির হয়ে খেলেছেন, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক ক্লাবে সবচেয়ে দীর্ঘ সময় খেলা ফুটবলারের রেকর্ড।
২০০৮-০৯ মৌসুমে বায়ার্নের সিনিয়র দলে অভিষেকের পর থেকে তিনি হয়ে উঠেছেন ক্লাবটির ইতিহাসের অংশ। ১৭ মৌসুমে বায়ার্নের হয়ে খেলেছেন ৭৪৩টি ম্যাচ, করেছেন ২৪৭টি গোল। এর মধ্যে বুন্দেসলিগায় রয়েছে ১৫০ গোল। শুধু গোল করা নয়, মাঠে তার উপস্থিতি, নেতৃত্ব এবং খেলার ধরন তাঁকে পরিণত করেছে এক অনন্য খেলোয়াড়ে।
মুলারের অর্জনের তালিকা ভীষণ সমৃদ্ধ। বায়ার্নের হয়ে তিনি জিতেছেন ১২টি বুন্দেসলিগা, ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি চ্যাম্পিয়নস লিগ, ২টি উয়েফা সুপার কাপ এবং ২টি ফিফা ক্লাব বিশ্বকাপ। দলের প্রতিটি সাফল্যে ছিল তার সরব উপস্থিতি।
জাতীয় দলের হয়ে মুলারের অবদানও কম নয়। ২০১০ সালের বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের পর ২০১৪ সালে তিনি জার্মানিকে এনে দেন বিশ্বকাপ শিরোপা। জাতীয় দলের হয়ে ১২১ ম্যাচে করেছেন ৪৪টি গোল। তবে গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি।
বায়ার্ন কর্তৃপক্ষ এক বিবৃতিতে মুলারের বিদায়ের খবর নিশ্চিত করেছে। আবেগঘন বার্তায় মুলার বলেন, “আজকের দিনটা আমার অন্য সব দিনের মতো নয়। বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবে আমার ২৫ বছরের পথচলা এই গ্রীষ্মে শেষ হতে চলেছে। এটা এক অবিশ্বাস্য যাত্রা ছিল, যা অনন্য সব অভিজ্ঞতা, দুর্দান্ত সব লড়াই এবং অবিস্মরণীয় সব জয়ে ভরা।”
বর্তমানে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মুলারের পর সবচেয়ে দীর্ঘ সময় এক ক্লাবে থাকা খেলোয়াড় হলেন আতলেতিকো মাদ্রিদের কোকে, যিনি ক্লাবটিতে আছেন ২০০৯ সাল থেকে।
টমাস মুলার এখনো ঘোষণা দেননি তিনি অবসর নেবেন নাকি নতুন কোনো ক্লাবে যোগ দেবেন। তবে ফুটবল বিশ্বে তার নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এক ‘ওয়ান ক্লাব লিজেন্ড’ হিসেবে।