
রানার প্রতিবেদক:জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এক ম্যাচে মাঠে নামার আগেই হৃদরোগে আক্রান্ত হন এই ওপেনার। এরপর থেকেই দেশে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তবে এবার যাচ্ছেন বিদেশে আরও ভালো চিকিৎসা নিতে।
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমে সাভারের কেপিজে হাসপাতাল এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তামিম। সাভারে চিকিৎসার সময় তার হার্টে রিং পরানো হয়। পরে ঈদের আগে বাসায় ফেরেন তিনি।
শুরুতে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা থাকলেও, পারিবারিক সিদ্ধান্তে গন্তব্য বদলে সিঙ্গাপুর নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে তামিমের ভিসা ও বিমানের টিকিট চূড়ান্ত হয়েছে। আগামী ৭ এপ্রিল তিনি সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন এবং পূর্ণ শরীরের মেডিকেল চেকআপ করাবেন।
তামিম যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, সেই হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান:
“তামিম ক্রিকেটে ফিরবেন কি না, সেটি এখনই বলা সম্ভব নয়। তিন–চার মাস পর্যবেক্ষণের পর বিসিবির কার্ডিয়াক টিম ও ফিজিওরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।“
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান:
“তামিম এখন আশঙ্কামুক্ত, তবে তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। আমরা নিয়মিত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি।“