
রানার প্রতিবেদক:ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় প্রতিদিনই বেড়ে চলেছে নিরীহ মানুষের মৃত্যু। নারী, শিশু ও বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এমন নারকীয় পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশি বিশিষ্ট আইনবিদ ও লেখক ড. আসিফ নজরুল। নিজের ফেসবুক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “আল্লাহ, প্রভু আমার, কবে হবে এর বিচার! কবে হবে এই নারকীয়তার অবসান!”
সর্বশেষ শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনীর চালানো এক বিমান হামলায় গাজায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত এবং ২৮৭ জন আহত হয়েছেন। গাজা সিটির আল–আহলি হাসপাতালের পরিচালক জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য আর কোনো শয্যা অবশিষ্ট নেই। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।
এমন সময় গাজার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুতদের জন্য ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও ২৭ জন। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। একইসঙ্গে গাজার দক্ষিণাঞ্চলে আরও মানুষকে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘের মতে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষ পুনরায় বাস্তুচ্যুত হয়েছেন।
ড. আসিফ নজরুলের মতো দেশের মানবিক কণ্ঠগুলো এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা আশা করছেন। তিনি বলেন, “এই বর্বরতা, এই গণহত্যা কতকাল চলবে? বিশ্ব কি শুধু দেখে যাবে?” বিশ্লেষকরা মনে করছেন, মানবিক বিপর্যয় ঠেকাতে অবিলম্বে যুদ্ধবিরতি, ত্রাণ সহায়তা এবং নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। অন্যথায় গাজার মানুষদের জন্য সামনে অপেক্ষা করছে আরও ভয়াবহ এক অমানবিক ভবিষ্যৎ।