
রানার প্রতিবেদক:২০২৫ সালের অস্ট্রেলিয়ান জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নিউ সাউথ ওয়েলসের ওয়াটসন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাকির আলম লেনিন। তিনিই এবারের নির্বাচনে একমাত্র বাংলাদেশি প্রার্থী, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়।
জাকির আলম লেনিনের জন্ম বাংলাদেশে, ব্রাহ্মণবাড়িয়ায়। পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই প্রার্থী ছাত্রজীবন থেকেই ছিলেন সক্রিয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর শাখার সিনিয়র সহসভাপতি এবং ১৯৯৬ সালের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নেতৃত্ব দেন। ক্রীড়াক্ষেত্রেও তিনি ছিলেন উজ্জ্বল; ফুটবল, ক্রিকেট ও লন টেনিসে ছিলেন জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্বীকৃত খেলোয়াড়।
পেশাগত জীবনের শুরু হয় বাংলাদেশের জেমস ফিনলে চা কোম্পানিতে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ২০০৫ সালে তিনি অস্ট্রেলিয়ায় অভিবাসন করেন এবং সেখানেই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও অ্যাকাউন্টিংয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। বর্তমানে তিনি একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং ল্যান্ড ডেভেলপার।
অস্ট্রেলিয়ায় বসবাসের পাশাপাশি তিনি বাংলাদেশি কমিউনিটিতেও সক্রিয়। তিনি জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কোভিড-১৯ মহামারির সময় সামাজিক সহায়তায় অসামান্য ভূমিকা রাখেন, যার স্বীকৃতিস্বরূপ তাদের সংগঠন পায় “Covid Hero Award”।
লেনিন তার নির্বাচনী প্রচারে সততা, অভিজ্ঞতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন। তার মূল লক্ষ্য হলো একটি অন্তর্ভুক্তিমূলক, বহুসাংস্কৃতিক ও ব্যবসাবান্ধব সমাজ গঠন করা। ওয়াটসন আসনের নাগরিকদের জন্য তিনি হতে চান একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল কণ্ঠস্বর। উল্লেখ্য, আগামী ৩ মে অস্ট্রেলিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।