
আবুল কালাম আজাদ : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানের আশু রোগমুক্তি
কামনায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন পাবনা জেলা ইউনিটের আয়োজনে গতকাল বুধবার এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল আউয়াল মিয়া, পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ(পিআরএল) প্রফেসর মো: আহসান হাবিব, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও পাবনা জেলা ইউনিটের আহবায়ক মো: কামরুজ্জামান শাহীন, সদস্য মো: মাসুদুর রহমান খান, খোন্দকার মো: হাসান হাফিজুর রহমান বনি, প্রফেসর লুৎফর রহমান, মো: মাজেদুল হাসান, শফিউল আলম, নজরুল ইসলাম, আব্দুস সবুরসহ শতাধিক শিক্ষককর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিজি মহোদয়ের রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সরকারি এডওয়ার্ড কলেজ জামে মসজিদের পেশ ইমাম খতিব মো: সাইফুল ইসলাম।