
পাবনা প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেছেন, মানবিক মূল্যবোধ, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যাতে করে তারা চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করতে পারে। এ জন্য যুগোপযোগী কারিক্যুলাম তৈরী করে ভালো শিক্ষক নিয়োগ দিয়ে আকর্ষণীয় বেতন দিতে হবে।
গত শনিবার (১৯ জুলাই) পাবনার ফরিদপুর উপজেলা অডিটোরিয়ামে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উপরোক্ত মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
পাবনা জেলা ও ফরিদপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এ কিউ এম শফিউল আজম, ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাঃ আছাদুজ্জামান, পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক ও পাবনা অঞ্চলের সমন্বয়ক প্রফেসর মোঃ আহসান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ আহসান হাবিব বলেন, মহাপরিচালক কোন পদ নয়, এটি একটি প্রতিষ্ঠান। আমরা সদস্য হিসেবে এই প্রতিষ্ঠানের ছায়াতলে আশ্রয় নিতে হবে এবং পাবনা শহর থেকে আগত অধ্যক্ষ ও প্রধান শিক্ষক এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রফেসর ড. মুহাম্মাদ আজাদ খান তার বক্তৃতা শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে মিলিত হন। এ সময় দুলাই সরকারি জহুরুল কামাল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, ফরিদপুর ইয়াছিন ডিগ্রি কলেজের সহকারী লাইব্রেরিয়ান নুরুন্নাহার মিতু, সরকারি আটঘরিয়া পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেনসহ আরও অনেকে প্রশ্নপর্বে অংশগ্রহণ করেন।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়া, উপাধ্যক্ষ আব্দুল খালেক, রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মাহববু হাসান, শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেজ উদ্দিন, সরকারি পাবনা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মান্নান, পাবনা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ আলী, সরকারি সাঁথিয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ ড. একেএম শওকত আলী খান, ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমজাদ হোসেন, আটঘরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলাল হোসেন, ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ প্রমুখ।
এদিন বিকেলে মাউসির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজাদ খান, পরিচালক এ কিউ এম শফিউল আজম, রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাঃ আছাদুজ্জামান এবং পাবনা সমন্বয়ক প্রফেসর মোঃ আহসান হাবিবসহ অন্যান্য কর্মকর্তা চাটমোহর উপজেলার অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ডি এ জয়েন উদ্দিন স্কুল পরিদর্শণ করেন। প্রসঙ্গত, মতবিনিময় সভার আগের দিন শুক্রবার (১৮ জুলাই) ডিজি, পরিচালক ও পাবনার সমন্বয়ক স্বস্ত্রীক ফরিদপুর উপজেলার দিঘিরভিটা, বিলচন্দরপাথারে নৌ ভ্রমণসহ বিভিন্ন দর্শণীয় স্থান পরিদর্শণ করেন।
#
আরিফ আহমেদ সিদ্দিকী
পাবনা। ২২ জুলাই ২০২৫
মোবাইল : ০১৭১৫-৬৮৬৪৬৮