
পেঁয়াজ উৎপাদনের জন্য পরিচিত পাবনায় নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে আসলেও দাম কম থাকায় চিন্তিত কৃষকরা। গত বছরের লাভজনক চাষের অভিজ্ঞতা থেকে এবার পেঁয়াজের আবাদ প্রায় ১০ শতাংশ বেড়েছে। কিন্তু বাজারে চাহিদা কম থাকায় দাম নেমে গেছে, ফলে উৎপাদন খরচও ওঠানো নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনে প্রতি কেজিতে ৫০ টাকার বেশি এবং হালি পেঁয়াজে প্রায় ৪৫ টাকা খরচ হয়েছে। অথচ পাইকারি বাজারে মুড়িকাটা পেঁয়াজ মাত্র ১৩-১৮ টাকা কেজি এবং হালি পেঁয়াজ ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চাষিরা আশা করেছিলেন, অন্তত হালি পেঁয়াজ ভালো দামে বিক্রি হবে, কিন্তু তা হয়নি। পাশাপাশি আগা মরা রোগের কারণে পেঁয়াজের গুটি ছোট হয়ে গেছে, যা ফলন কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ প্রসঙ্গে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক রোকনুজ্জামান জানান, বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। কৃষকদের হতাশ না হয়ে তাড়াহুড়ো করে বিক্রি না করে সংরক্ষণের পরামর্শ দেন তিনি।