
পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে আজ শনিবার সকাল ১০টায় (২৬ এপ্রিল) “ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপারটি (আইপি) ডে-২০২৫” শীর্ষক কর্মশালা ও র্্যালী অনুষ্ঠিত হয়েছে। র্্যালীতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের শ্রেণিকক্ষে একটি কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
কর্মশালায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম অতিথির বক্তব্যে বলেন, কোনো ব্যক্তির নিজের মেধার প্যাটেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধার মাধ্যমে নতুন কিছু করলে তাকে সেই অধিকার দিতে হবে। মেধার স্বীকৃতি ও আর্থিক প্রাপ্যতা নিশ্চিত হতে হবে। প্রতিটি বিষয়ের সাথে আইন জড়িত। আইন ব্যক্তিকে সুরক্ষা দেয়। এই আইনকে আমাদের মেনে চলতে হবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, প্রযুক্তি ও শিল্পের বিকাশ ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারেনা। আমাদের ইনোভেটিভ চিন্তা শক্তি বাড়ানো এবং নিজের শ্রমের ইনোভেটিভ কোনোকিছুকে সংরক্ষণ করতে হবে।
সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।
আইকিউএসি’র উদ্যোগে বিভিন্ন বিভাগের শিক্ষকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। কর্মশালায় সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।