
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর বলরামপুর গ্রামে অভিযান চালিয়ে ৪ মাদকসেবিকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট সহকারী কমিশনার (ভূমি সদর)মুরাদ হোসেন এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলো, পাবনা সদর উপজেলার পশ্চিম সাধুপাড়া মহল্লার সোলায়মান শেখের রতন শেখ(৫০), আটুয়া হাজীপাড়ার ইসাহাক আলীর ছেলে মাসুদ (৪৭), ভাঁড়ারা গ্রামের মৃত ময়েজউদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও চকছাতিয়ানি মহল্লার ইসাহাক আলীর ছেলে রফিকুল ইসলাম(৩৬)।
বুধবার দুপুরে তাদের আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর বলরামপুরে কিছু মানুষ অবৈধভাবে মাদক বিক্রি ও সেবন করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পাবনাকে মাদকমুক্ত রাখতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।