
পাবনা প্রতিনিধি : মাদকসেবী ও বহিরাগতদের দমনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে নিরাপত্তা বৃদ্ধিকরণে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ রবিবার দুপুরে কলেজ শিক্ষক মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল আওয়াল মিয়ার সাথে পাবনা জেলা আনসার বাহিনীর কমান্ডেন্টের এই চুক্তি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল আওয়াল মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল খালেক, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মো: ফজলে রাব্বি, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো: লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনসার বাহিনী মোতায়েন কমিটির আহবায়ক প্রফেসর নুরুল আলম ।
আজ থেকে ১৫ জন আনসার সদস্য ২৪ ঘন্টা কলেজের নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করবেন। আজ থেকে নির্দিষ্ট সময়ের পরে ক্যাম্পাসে কোনো মাদকসেবী ও বহিরাগতরা প্রবেশ করতে পারবে না।
এসময় এডওয়ার্ড কলেজের জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিব, সাধারন সম্পাদক কাব্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাওন, ছাত্র শিবিরের সভাপতি হাসানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের মধ্যে ঐতিহ্যবাহি সরকারি এডওয়ার্ড কলেজের সুনাম ও লেখাপড়ার মান বৃদ্ধি করতে হবে। এজন্য ছাত্র শিক্ষক উভয়েরই কাজ করতে হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়া বলেন, কলেজের নিরাপত্তার জন্য তারা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরারও ব্যবস্থা করেছেন। তারপরও বহিরাগত ও মাদকসাক্তদের দৌরাত্ব কমাতে আনসার বাহিনীর সহযোগিতা নেওয়া হচ্ছে। এখন থেকে ইচ্ছা করলেই বহিরাগত কোনো ব্যক্তি ক্যাম্পাসে আড্ডা মারতে পারবে না।শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করেই আগামীতে কলেজে চিকিৎসক নিয়োগ দেয়ারও চিন্তা করছেন কলেজ প্রশাসন। এসব উদ্যোগে তিনি শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র রাজনীতির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছেন।
