
আবুল কালাম আজাদ : সারা দেশের ন্যায় পাবনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাবনা কলেজে ৫৪তম মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় কলেজের অধ্যক্ষ জুহা মোহাম্মদ আতিকুল্লাহ শিক্ষক কর্মচারীদের নিয়ে জাতির বীর শহীদদের সম্মানে পাবনার স্বাধীনতার স্মৃতিস্তম্ভ দূর্জয় পাবনাতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কলেজ শিক্ষক মিলনায়তনে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
অধ্যক্ষ জু হা মোহাম্মদ আতিকুল্লা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন ও শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আবু সাঈদ প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বীর শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের শান্তি এবং মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মো: হাফিজুল্লাহ।