
৫ এপ্রিল ২০২৫ | রানারনিউজ২৪ প্রতিবেদক : ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পাবনায় ৭টি বাস ও ২টি সিএনজি অটোরিকশাকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (৫ এপ্রিল) সকালে পাবনা জেলা শহর ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান। এসময় তাঁকে সহায়তা করে সেনাবাহিনীর একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য মতে, ঈদের ছুটির পর যানবাহনে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় অনেক পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছিল। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং বেশ কয়েকটি পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মেলে।
জরিমানার বিস্তারিত:
- মাছরাঙা ট্রাভেলস: ১০,০০০ টাকা
- সরকার ট্রাভেলস: ২,০০০ টাকা
- কিংস ট্রাভেলস: ১০,০০০ টাকা
- মহানগর ও রিলাক্স পরিবহন (মূল্যতালিকা না থাকায়): ৮,০০০ টাকা
- দুই টিকিট কাউন্টার (৬৩০ টাকার ভাড়া ৭০০ টাকা নেওয়ায়): ২০,০০০ টাকা
- কাজিরহাট ফেরিঘাটমুখী ২টি সিএনজি: ৮,০০০ টাকা
মাহমুদ হাসান বলেন, “ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় একটি বড় অপরাধ। যাত্রীসেবার স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ঈদের ফিরতি যাত্রা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”