
Oplus_131072
পাবনার আটঘড়িয়ার দেবত্তর ডিগ্রী কলেজের পূর্ণাঙ্গ কমিটির ফর্ম উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দফায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই দলের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, কলেজটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সকালে ফর্ম বিতরণ করা হয়। এ সময় জামায়াত ও বিএনপির মধ্যে কথা কাটাকাটি হয় ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷
বিএনপি কর্মীদের অভিযোগ জামায়াতের নেতাকর্মীরা সেখান থেকে বের হয়ে বিএনপি অফিসে হামলা চালায়। এসময় অন্তত ১০ জনকে মারধর সহ বেশ কিছু মোটরসাইকেল ভাংচুর করা হয়।
পরবর্তী বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা স্থানীয় জামায়াতের কার্যালয়ে ভাংচুর করে অগ্নি সংযোগ করেন। আহত হন জামায়াতের অন্তত ০৫ জন৷
আটঘড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷ ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
সবুজ মোল্লা
পাবনা