পাবনা প্রতিনিধি : পাবনা পৌর এলাকার সাধুপাড়া মহল্লায় পরকীয়ার ঘটনা দেখে ফেলায় আকাশ হোসেন(২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।এসময় নাঈম নামের আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সুভেল নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহত আকাশ পাবনা পৌর এলাকার পলিথিন মোড়ের সোহেল মিয়ার ছেলে।
বুধবার ভোররাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সাধুপাড়া পলিথিন মোড় এলাকায় এক গৃহবধূর সাথে মিল্লাত নামের এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক চলছিল। এটা আকাশ ও নাঈম দেখে ফেলে। বুধবার ভোর রাত দেড়টা-দুইটার দিকে মিল্লাত ও তার বন্ধু সুভেল দুইজন মিলে আকাশ ও নাঈমকে ডেকে নির্জনে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এক পযায়ে ধারালো অস্ত্র দিয়ে মিল্লঅত ও সুভেল দুইজন মিলে আকাশ ও নাঈমকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষনা করেন। গুরুতর অবস্থায় নাঈম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরকীয়ার ঘটনার জন্যই আকাশকে হত্যা করা হয়েছে। একজনকে তারা আটক করেছেন। লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
