
ক্ষুদিরাম : পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাপড়ায় জেলার ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো লালমনিরহাটের হোসেন আলীর ছেলে বাহাদুর (৩৮), পাবনা সদর উপজেলার নুরপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে রানা হোসেন (৪০) ও বিলভেদুড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে অনিক(৩৫)
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জেলার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাপড়া ইউনিয়নের রাজাপুর পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমানে তত্ত্বাবধানে পাবনাকে মাদকমুক্ত রাখতে এই অভিযান চালানো হয়। ডিবি পুলিশের এসআই অসিত কুমার বসাক ও এসআই রাসেলের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদক আইনপ মামলা দেয়া হয়েছে।