পাবনা প্রতিনিধি : পাবনায় আলোচিত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার ও তার স্ত্রী সুম্মা খাতুন এবং পালিত কন্যা সানজিদা খাতুনের হত্যা মামলার ঐতিহাসিক রায়ে পালক সন্তান ও পাবনা ফায়ার সার্ভিস মসজিদের পেশ ঈমাম তানভীর হোসেনকে মৃত্যদন্ডাদেশ দিয়েছেন আদালত।
দন্ডপ্রাপ্ত তানভীর নওগাঁ জেলার হরিদেবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
আজ সোমবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত মো: তানভীর আহমেদ তদন্ত ও সাক্ষ্য প্রমান শেষে একাধিক খুনের দায়ে এই রায় ঘোষনা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটার(পিপি) এডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল জানান, গত ২০২০ সালের ৩১ মে গভীর রাতে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই তানভীর তার পালক বাবা, মা ও বোনকে ধারালো অস্ত্রের সাহায়্যে নৃশংসভাবে হত্যা করে।
