
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আল আমিন (৩২) নামের সাবেক এক সেনা সদস্যকে প্রতারণা ও ইভটিজিংয়ের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) পাবনা সদর মুরাদ হোসেন এই রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামি আল আমিন পাবনা সদর উপজেলার হেমায়েতপুর গ্রামের জুমারত আলী মন্ডলের ছেলে ও সাবেক সেনা সদস্য।
আজ বুধবার সকালে তাকে আট করে এই রায় দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুরাদ হোসেন জানান, একটি মেয়ের লিখিত অভিযোগে জানা যায় যে, আল আমিন ওরিয়ন ডিফেন্স কোচিং নামের একটি ভূয়া অনুমোদনহীন প্রতিষ্ঠান দিয়ে ফেসবুক পেজের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ছেলে মেয়েদের চাকরী দেয়ার কথা বলে প্রতারণা করে আসছে। এমনকি বিভিন্ন সময় মেয়েদের শারীরিকভাবেও লাঞ্চিত করছে। এমন সংবাদের ভিত্তিতে সকালে হেমায়েতপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে পাবনা সদর থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।