
পাবনা প্রতিনিধি : পাবনায় জুলাই গণঅভূত্থানে ফ্যাসিষ্টদের গুলিতে শহীদ জাহিদ ও নিলয়ের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিষ্টদের ও খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তারা নতুন বাংলাদেশের জন্য একটি নতুন সংবিধান রচনা করবেন এবং সেই সংবিধানের অধীনেই দেশ পরিচালিত হবে।
আজ সোমবার রাত ১১টায় তিনি পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে এনসিপি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন।
এনসিপি পাবনা জেলার আহবায়ক বরকত উল্লাহ ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনসিপির উত্তাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাঃ তাসনিম জারা, আরিফুল ইসলাম আরিফ, ফরিদুল হক বক্তব্য রাখেন।
সভায় হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরা গ্রুপের কড়া সমালোচনা করে বলেন, কাদের রাজনীতি বসুন্ধরা গ্রুপের কাছে বর্গা দেয়া আছে। মিডিয়াকে সংস্কার করে বসুন্ধরা মুক্ত করার আহবান জানান তিনি। তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের আকাশে সংকট ঘণীভূত হচ্ছে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
বক্তারা বলেন, একটি রাজনৈতিক দল সংস্কার ও জুলাই সনদের বিরোধীতা করছেন। কিন্তু সংস্কার ও জুলাই সনদ ছাড়া তারা কোনো নির্বাচন মেনে নেবেন না।
অনুষ্ঠানে বিকেল ৫টায় আসার কথা থাকলেও অতিথিরা আসেন রাত ১০টায় । এজন্য সবার কাছে তারা দুঃখ প্রকাশ করেন।
আগামী ৩ আগষ্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ২য় বাংলাদেশের ঘোষনা পত্র পাঠেরও ঘোষনা দেন তারা।