
মিঠুন রানঃপাবনার চাটমোহরে এক মাদকসেবী খেলনা পিস্তল দেখিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, তবে স্থানীয়দের তৎপরতায় তাকে গণধোলাই দেওয়া হয় এবং পরে পুলিশে সোপর্দ করা হয়।
এটি ঘটে মঙ্গলবার বিকালে চাটমোহর পৌর শহরের স্টার মোড় এলাকার জেএস শপিং কমপ্লেক্সের সামনে। আসাদুল ইসলাম গিয়াস (৪০), যিনি সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন, চাতকভাবে খেলনা পিস্তল ব্যবহার করে হাবিবুর রহমান নামের একজনের পকেট থেকে স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল।
হাবিবুর রহমানের চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত তৎপর হয়ে ছিনতাইকারীকে ধাওয়া করে এবং তাকে ধরে গণধোলাই দেয়। এরপর পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ এসে আসাদুলকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আটক রাখে।
চাটমোহর থানার এএসআই মোস্তাফিজুর রহমান জানান, আসাদুল একজন মাদকসেবী এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।
এ ঘটনা এলাকার মানুষের সচেতনতা ও পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে ছিনতাইকারীকে ধরতে সফল হয়েছে, যা অপরাধীদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পাঠায়।