
ক্ষুদিরাম : পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম আজিজুল হক বিএসসি ক্যাল ছিলেন পাবনার সাংবাদিকতার পথ প্রদর্শক এবং পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আব্দুল মজিদ দুদু ছিলেন একজন অনুসন্ধানী, সৎ নিষ্ঠাবান এবং খাটি সাংবাদিক। তারা তাদের ভাল কাজ ও সুন্দর আচার আচরণের মাধ্যমেই মানুষের মনিকোঠায় চিরদিন বেঁচে থাকবেন। তাদের মত কীর্তিমান সাংবাদিকের এখন বড়ই অভাব। পেশাদারিত্ব এবং মানুষের কল্যাণে তিনি তার সাংবাদিকতাকে নিয়োজিত করেছিলেন।
গতকাল শনিবার রাতে পাবনা প্রেসক্লাবের পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল হক বিএসসি ক্যাল এর ৫৫তম এবং পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আব্দুল মজিদ দুদুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পাবনা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। স্মরণসভায় বক্তব্য আরও রাখেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনার সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, আব্দুল মজিদ দুদুর ভাই জেলা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এস এম সোহেল, আগা মোহাম্মদ মনজুরুল ইসলাম, একুশে টেলিভিশন এবং মানবজমিনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, পাবনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, পাবনা রির্পোটাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে এবং দুজন সাংবাদিকের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাবনা প্রেসক্লাব নামাজ ঘরের ইমাম হাফেজ মো. তরিকুল ইসলাম।