পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া পৌর এলাকার কলেজ পাড়া মহল্লায় শ্বশুর মোজাম হোসেন (৭০) কে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পুত্রবধু।
রবিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোজাম হোসেন সাঁথিয়া কলেজ পাড়ার এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজ পাড়া মহল্লার মোজাম হোসেনের ছেলে মিঠুর সাথে গত ৫ বছর আগে আফড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমির বিয়ে হয়। বিয়ের পর থেকে সে মানুষিক রোগী ছিল বলে জানান তার পরিবার। সে ঢাকাস্থ মানুষিক ডা: শফিকুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। রবিবার রাত আটার দিকে হঠাৎ রুমির মানুষিক চাপটা বেশী হয়। শেষে হাতের কাছে বটি দিয়ে শ্বশুর মোজাম হোসেনের পেটে ও পিঠে কোপ দেয়। ধারালো অস্ত্রের আঘাতে তার পেটের নারীভূড়ি বের হয়ে যায়। এসময় রুমী নিজেকে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় শ্বশুর মোজাম হোসেনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৩টার দিকে তিনি মারা যান।
