সংবাদদাতা : পাবনায় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের এক জরুরী সভায় পাবনা জেলা ইউনিটের ১৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও শহীদ বুলবুল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কামরুজ্জামান শাহীনকে আহবায়ক করে এই কমিটি গঠন করা হয়।
গত বুধবার সন্ধ্যা ৮টায় শহীদ সরকারি বুলবুল কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিতেক্রমে পাবনা জেলা ইউনিটের এই আহবায়ক কমিটি গঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান খান, পাবনা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাওছার হোসেন, পাবনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খোন্দকার মো: হাসান হাফিজুর রহমান বনি, শহীদ বুলবুল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সফিউল আলম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নূর-ই-আলম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সবুর, পাবনা সরকারি মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: নাজমুল হাসান, শহীদ বুলবুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক কায়ছার আহমেদ, পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রবিউল জাহাঙ্গীর, পাবনা সরকারি মহিলা কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আলামিন হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অসীম কুমার পাল।
এক প্রতিক্রিয়ায় কমিটির আহবায়ক মো: কামরুজ্জামান শাহীন জানান, তারা ক্যাডার বৈষমষ্ম্য নিরসন ও অন্যান্য ন্যায়সঙ্গত দাবী পূরণের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।