
ক্ষুদিরাম : পাবনার চাটমহরে ছয় বছরের শিশু শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার সকালে চাটমোহর উপজেলার কাটাখালী বাজারে প্যাসিফিক একাডেমীর আয়োজনে এই বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীও অংশ নেন।
বক্তারা বলেন, ঘটনার দু’দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো ঘটনার ক্লু উদঘাটন বা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। হত্যাকারীকে গ্রেফতার করা না পর্যন্ত কেউই স্বস্তি পাচ্ছেন না। সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফুলের মত শিশু জয়ী হত্যাকারীরা যেন কোনভাবেই পার না পায়। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান বক্তারা।
এ সময় বক্তব্য দেন, চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, কাটাখালি আইনুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাসির উদ্দীন, কাটাখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্থানীয় সমাজসেবক মিরাজুল ইসলাম জুয়েল, কুদরত আলী, প্যাসিফিক একাডেমির পরিচালক হুমায়ুন কবির ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবিব আরিফ প্রমুখ।
উল্লেখ্য গত ১৪ এপ্রিল বিকেলে দাদির কাছে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশু জুঁই। তারপর থেকে তার কোন খোঁজ পায়নি পরিবার। পরদিন ১৫ এপ্রিল বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করার তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কিন্তু এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ